রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশকে জেগে ওঠতে বললেন মুশফিক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৫১ জন নিউজটি পড়েছেন

ধর্ষণ ও নারী নির্যাতন উদ্বেগজনকভাবে বেড়েই চলছে। দেশে নারীর প্রতি সহিংসতা এখন এত বেশি হচ্ছে যে উদ্বেগের মধ্যে রয়েছেন সবাই। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার ও প্রতিবাদের আওয়াজ তুলেছেন নেটিজেনরা। জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও চুপ করে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক প্রতিবাদ করলেন নিজের মতো করে—বাংলাদেশকে জেগে ওঠার আহ্বান জানালেন ধর্ষণের বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে আজ রাতে একটি স্ট্যাটাস দিয়েছেন মুশফিক, ‘আমরা আর চুপ করে থাকতে পারি না। ধর্ষণ কিংবা যে কোনো যৌন নির্যাতন কখনো সহ্য করা হবে না। সমাজে এর কোনো জায়গা নেই। জেগে ওঠো বাংলাদেশ, ধর্ষণকে না বলার বিপক্ষে অবস্থান নাও। না মানে না।’ মুশফিক এই স্ট্যাটাসে একটি ছবিও পোস্ট করেছেন। কালো রঙের সে ছবিতে লেখা, ‘ধর্ষণ থামাও। না মানে না’—মুশফিকুর রহিম।’

সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণ কিংবা নোয়াখালীতে গৃহবধূকে নিপীড়নের ঘটনা সবার সহ্যের বাঁধ যেন ভেঙে দিয়েছে। প্রতিবাদ হচ্ছে সাধারণ মানুষের মাঝে; ঘরে-বাইরে নারীদের নিরাপত্তা নিয়ে সোচ্চার সবাই। এর আগে জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেন। তিনি ফেসবুক পোস্টে নৈতিকতার অবক্ষয় বন্ধ করতে সবাইকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। নারী ও শিশুদের প্রতি প্রতিনিয়ত জঘন্য অন্যায়, অপরাধ ও সহিংসতাগুলোর বিরুদ্ধে নিজের ঘৃণা প্রকাশ করেছেন দেশসেরা এই ক্রিকেট তারকা, ‘এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে, তারপর আর আমি চুপ করে থাকতে পারি না। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা আর সহিংসতার বিরুদ্ধে।’

ধর্ষণের বিরুদ্ধে লড়াইয়ের ডাক সাকিবের
নারীর প্রতি সহিসংসতার বিরুদ্ধে লড়াই চান সাকিব আল হাসান
সাকিব মনে করেন, নারীর প্রতি যাবতীয় সহিসংতা বন্ধে এ সমাজ যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে এর শিকার সবাইকেই হতে হবে, ‘আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তবে একদিন আমাদের প্রিয়জনদের কেউ হতে পারে এই নির্মমতার শিকার।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English