রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

ভারত-বাংলাদেশের উত্তরবঙ্গ রেল সংযোগের কাজ শেষ হচ্ছে ডিসেম্বরেই

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

ভারতের সঙ্গে বাংলাদেশের রেল সংযোগের কাজ প্রায় শেষের দিকে। আগামী আসছে ডিসেম্বরের মধ্যে এর কাজ সম্পন্ন হবে বলে সোমবার জানিয়েছেন এক রেল কর্মকর্তা।

রেলের ওই কর্মকর্তা জানান, উত্তরবঙ্গ হয়ে ভারতের হলদিবাড়ি সীমান্তের সঙ্গে দুই দেশের রেল সংযোগের কাজ শেষ হলে উভয় দেশের একটি অবরুদ্ধ রেলপথ পুনরুদ্ধার হবে।

জানা যায়, চিলাহাটি থেকে হলদিবাড়ি পর্যন্ত রেল সংযোগ ১৯৬৫ সালে বন্ধ করে দেয় পাকিস্তান।

এসএফআর এর মুখপাত্র জানান, আমাদের রেল পথ সংস্কার কাজ শেষ হয়েছে কিন্তু সামান্য কিছু ভবন নির্মাণের কাজ বাকী রয়েছে। চলতি বছরের ডিসেম্বরেই এগুলো শেষ হয়ে যাবে। আউটলুক ইন্ডিয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English