রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

যেভাবে যত্ন নিলে গহনা নতুনের মতো থাকবে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৫০ জন নিউজটি পড়েছেন

গহনা নারীর সৌন্দর্য বাড়ায়। আর অনেকের কাছে গহনা শৌখিনও। তাই কে না চায় শখের গহনা নতুনের মতোই থাক।

সঠিকভাবে যত্ন নিলে গহনা নতুনের মতো চকচকে থাকবে।

রুচিভেদে একেকজন একেক রকমের গহনা পরতে পছন্দ করেন। বিভিন্ন ধরনের গহনার মধ্যে সোনা, রূপা, হীরা, রুবি, পান্নার মতো দামি গহনা যেমন আছে, তেমনি নানা রকম পাথর, তামা, পিতল, পুঁতি, মাটির গহনাও বেশ জনপ্রিয়।

কষ্ট করে কেনা শখের এসব গহনার যত্ন নিতে হবে। আসুন জেনে নিই গহনা চকচকে রাখতে কী করবেন-

গহনা চকচকে ও নতুন রাখতে করণীয়-

১. গহনার ওপরে কখনও সরাসরি পারফিউম স্প্রে করবেন না। হীরের গহনা নরম তুলো লাগানো প্লাস্টিকের বক্সে রাখবেন। ফলে ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না।

২. পান্না খুবই নরম ও ঠুনকো পাথর। যেন হাত থেকে পড়ে না যায় সেদিকে খেয়াল রাখুন।

৩. মুক্ত সবসময় মখমলের কাপড়ে মুড়িয়ে রাখবেন। গরমের সময় মুক্ত না পরাই ভালো। এতে উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়।

৪. সব গহনা একসঙ্গে রাখবেন না। গহনার ধরণ বুঝে আলাদা আলাদা বাক্সে রাখতে হবে। একই বাক্সে রাখলে জড়িয়ে গিয়ে ছিঁড়ে যেতে পারে ও ঘষা লেগে নষ্ট হয়ে যেতে পারে।

৫. হীরের গহনা ছাড়া আর কোনো গহনায় পানি বা সাবান লাগাবেন না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English