শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

অবৈধ হ্যান্ডসেট আমদানি বন্ধে বিটিআরসি তৎপর

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

অবৈধ হ্যান্ডসেট আমদানির কারণে স্থানীয় উৎপাদনকারী ও সরকার ক্ষতিগ্রস্ত হয়। অবৈধ হ্যান্ডসেট আমদানি বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) খুবই তৎপর বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. জহুরুল হক। সবাইকে বৈধ হ্যান্ডসেট কেনার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষ দেশে তৈরি বৈধ মোবাইল ফোনসেট ব্যবহার করলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।

ওয়ালটনের কারখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সোমবার তাঁর নেতৃত্বে বিটিআরসির ১০ সদস্যের একটি প্রতিনিধিদল গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন করে। প্রতিনিধিদলে আরো ছিলেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রয় মৈত্র, কমিশনার আমিনুল হাসান, সচিব মো. জহিরুল ইসলাম, পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল, উপপরিচালক ড. মো. সোহেল রানা, সিনিয়র সহকারী পরিচালক সনজিব কুমার সিংহ, চেয়ারম্যানের একান্ত সচিব মো. শহিদুল ইসলাম, সহকারী পরিচালক মো. মিন্টু প্রাং ও উপসহকারী পরিচালক আমিনা পারভীন। মো. জহুরুল হক বলেন, ‘ওয়ালটন প্রমাণ করছে যে আমরাও পারি।’

প্রতিনিধিদল কারখানা কমপ্লেক্সে পৌঁছলে অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম অভি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English