শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

কুমিল্লায় স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৩২ জন নিউজটি পড়েছেন

কুমিল্লার মুরাদনগরে আবু তাহের নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তার স্ত্রী জুলেখো বেগমকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুমিল্লার একটি আদালত।

মঙ্গলবার কুমিল্লার ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ অল-মামুন এই রায় ঘোষণা করেন। ঘুমন্ত অবস্থায় স্বামীর গলায় দা দিয়ে কুপিয়ে হত্যাকাণ্ডের দীর্ঘ ১১ বছর পর এই রায় ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৯ সালের ৪ মার্চ রাতে জেলার মুরাদনগর উপজেলার ধামগড় ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আবু তাহেরকে ঘুমন্ত অবস্থায় গলায় দা দিয়ে কুপিয়ে হত্যা করে তার স্ত্রী জুলেখো বেগম। ঘটনার দিন রাত ৯/১০টার দিকে স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমাতে যায়। এরপর তার আনুমানিক সাড়ে ১১টার দিকে স্বামী আবু তাহেরকে ঘুমে রেখে গলায় দা দিয়ে কুপিয়ে হত্যা করে তার স্ত্রী । পরবর্তীতে স্বামীর মরদেহ ঘরে রেখে অন্য পার্শ্ববর্তী বাড়ির পাশে ঝোপের ভেতর লুকিয়ে থাকে। গ্রেফতারের পর জোলেখা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনার দায় স্বীকার করেন।

পরবর্তীতে তাহেরের ভাই ওয়াহেদ আলী বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার ২ মাস পর নিহতের স্ত্রীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English