পটুয়াখালীর বাউফলে দুই যুবলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লাভলুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে ওই আদালতের বিচারক জামাল হোসেন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। এর আগে উচ্চ আদালত থেকে জামিনের ছিলেন তিনি।
ঘটনার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. কমল দত্ত জানান, ২ আগস্ট কতিপয় সন্ত্রাসী কেশবপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রুমান তালুকদার (৩১) ও তার চাচাতো ভাই যুবলীগ কর্মী ইশাদ তালুকদারকে (২৫) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত রুমানের বড় ভাই মফিজ উদ্দিন পিন্টু ৫৯ জনের নাম উল্লেখ করে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লাভলুকে।