ধর্ষণকারীর জন্য কোনো রাজনৈতিক দল যেন আশ্রয়ের ঠিকানা না হয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যেসব অপরাধী বা ধর্ষক এই ঘৃণিত কাজ করছে, তাদের জন্য শাস্তিই শেষ কথা নয়। তারা যদি কোনো রাজনৈতিক ছায়ায় থাকে, তাহলে তাদের চিরতরে রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে। এসব সমাজবিরোধী অপরাধীর বিরুদ্ধে সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে আপসহীন থাকতে হবে।
আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা নিয়ে আয়োজিত এক সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।
‘দেশে গণতন্ত্র নেই’—বিএনপির এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ গণতন্ত্র না থাকলে মির্জা ফখরুল সাহেবরা এভাবে অবিরাম মিথ্যাচার করতে পারতেন? তাদের দলের কাউকে কী এ জন্য জেলে যেতে হচ্ছে? গণতন্ত্র আছে বলেই তাঁরা সরকারের সমালোচনা করতে পারছে। মিথ্যাচারের পুরোনো ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ও সরকারের অন্ধ সমালোচনাই বিএনপির রোজনামচা।’
ওবায়দুল কাদের বলেন, করোনা সংকট মোকাবিলার পাশাপাশি বন্যাদুর্গত ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষের সুরক্ষায় সরকার সফলতার সঙ্গে কাজ করেছে এবং করে যাচ্ছে। অপরাদিকে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক দল হিসেবে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে তিনি দাবি করেন।