রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

ভোট দিতে না দিলে সড়কে গাড়ি চলবে না

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৩১ জন নিউজটি পড়েছেন

মানুষ কেন্দ্রে যাওয়ার পর ভোট দিতে না দিলে ১৭ অক্টোবর রাত ১২টা থেকে ঢাকা-কক্সবাজার, ঢাকা-সিলেট রুটে কোনো গাড়ি না চলবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আন্দোলন ছাড়া কোনো পথ নেই। ভদ্র ভাষায় কথা বললে তারা বুঝে না। তারা পুলিশের ওপর ভর করে টিকে আছে।

রবিবার (১০ অক্টোবর) রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী মিছিল পূর্ব এক পথসভায় এসব কথা বলেন তিনি।

আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ আসনের উপনির্বাচন নিয়ে সরকার তালবাহানা করলে কিন্তু বদহজম শুরু হবে বলে মন্তব্য করে গয়েশ্বর বলেন, তখন কিন্তু হাসপাতালে নিতে হবে সরকারকে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ১৭ অক্টোবর ভোটকেন্দ্রে উপস্থিত থেকে আপনাদের ভোট দেবেন। এই সরকার ভোট হরণ করেছিল। তাই হরণকৃত ভোট আবার প্রতিষ্ঠিত করতে চাই।

পথ সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English