শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

পরীক্ষা ছাড়াই শুরু হচ্ছে ঢাবির নতুন সেমিস্টার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

করোনাভাইরাস মহামারীর কারণে প্রায় ছয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এমন পরিস্থিতে শিক্ষার্থীদের সেশন জট এড়াতে পরীক্ষা ছাড়াই নতুন সেমিস্টার শুরু করার নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রেজিস্ট্রার এনামুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইন্সটিটিউটের পরিচালককে নতুন সেমিস্টারের ক্লাস শুরু করার সিদ্ধান্ত জানানো হয়েছে।

গত মার্চ মাসে দেশে করোনা প্রাদুর্ভাব শুরু হলে কয়েক দফায় ছুটি বাড়িয়ে অনির্দিষ্ট সময়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত দীর্ঘায়িত হওয়ায় পহেলা জুলাই থেকে অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত তিন মাস ধরে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইন্সটিটিউট অনলাইনে শ্রেণি কার্যক্রম চালিয়ে আসছে। তবে এর মধ্যে দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষার্থীরা যাতে বড় ধরনের সেশন জটে না পড়ে সে জন্য চলমান সেমিস্টারের পরীক্ষা না নিয়েই পরবর্তী সেমিস্টারের ক্লাস অনলাইনে শুরু করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে গত ২৪ সেপ্টেম্বর রেজিস্ট্রার এনামুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, করোনা মহামারীর কারণে চলতি বছরের গেল জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইন্সটিটিউটসমূহে পুনোর্দ্যমে অনলাইন ক্লাস পরিচালিত হয়ে আসছে। শিক্ষার্থীরা আগ্রহসহকারে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছেন। শিক্ষকরা নিয়মিত অনলাইন ক্লাস পরিচালনা করছেন। এমতাবস্থায় শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম চলমান রাখার স্বর্থে এক শিক্ষাবর্ষ/সেমিস্টারের ক্লাস শেষ হওয়ার পরবর্তী শিক্ষাবর্ষ/সেমিস্টারের ক্লাস শুরু করার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, শিক্ষার গুণগত মান রক্ষার্থে ও সমতাভিত্তিক মূল্যবোধের জন্য বিশ্ববিদ্যালয় খোলার পর প্রয়োজনে ক্লাস নেয়া যেতে পারে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বলেন, আপাতত পরীক্ষা হচ্ছে না। তবে সেশনজট এড়াতে ও শিক্ষার্থীদের এগিয়ে রাখার জন্য পরবর্তী সেমিস্টারের ক্লাস অনলাইনে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয় খোলার পর হয়তো দুই সেমিস্টারের পরীক্ষা কম সময়ের ব্যবধানে নেয়া হতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English