স্বাস্থ্য বিধি মেনে আগামী ১৭ অক্টোবরের মধ্যে সারা দেশে কিন্ডারগার্টেন স্কুল খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন কিন্ডারগার্টেন ও সমমান স্কুল রক্ষা জাতীয় কমিটি। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, সারা দেশে প্রায় ৮ লাখ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী কিন্ডারগার্টেন স্কুলের সঙ্গে জড়িত। করোনার কারণে কিন্ডারগার্টেন স্কুল বন্ধ থাকায় এর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা মানবতার জীবন যাপন করছেন। এ খাতে সরকারি প্রণোদনাও চান তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, কওমি মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে। ইংরেজি মাধ্যমের পরীক্ষা হচ্ছে।। সেখানে করোনায় আক্রান্ত হয়েছে এমন নজির নেই।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্যসচিব জি এম রানা।এতে বক্তব্য দেন মনিরুজ্জামান কায়েস, সিরাজুল ইসলাম প্রমুখ।