সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

ফেনীতে ট্রেনের ধাক্কায় বাসের তিন যাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

ফেনীতে ট্রেনের ধাক্কায় বাসের তিন যাত্রী নিহত ও ১১ জন আহত হয়েছেন। রবিবার ভোরে ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম পরিচয় জানা যায়নি। আহত ১১ জনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রেলওয়ে স্টেশন জিআরপি পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি চাপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম যাচ্ছিল। অপরদিকে ‘ঢাকা মেইল’ ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। ফতেহপুর রেলগেট অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় বাসটি ছিটকে সড়কের বাইরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা যায়। আহত ১১ জনকে ফেনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- রাজশাহীর মনিরুল (২০), কুমিল্লার চৌদ্দগ্রামের আবদুল কুদ্দুছ (২৫), নাটোরের ফারুক হোসেন (২০), বেলাল (৫৫), সজল (২২), আরিফুল ইসলাম (৩৫), আশিক (১৭), চাপাইনবাবগঞ্জের রুবেল (৩০), ফেনীর সোনাগাজীর দুলাল (৫০), কিশোরগঞ্জের আজাহারুল ইসলাম (২২) ও পাবনার রন্দু খান (২৪)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English