সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

টেনিসের এভারেস্টে রজারের সঙ্গী নাদাল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

অনেক দিন থেকেই এই সর্বোচ্চ শৃঙ্গে পা রাখার স্বপ্ন দেখেছেন রাফায়েল নাদাল। চোট আর কিছু ভুল সেই স্বপ্নপূরণে হয়ে যায় বড় বাধা। শেষমেশ পছন্দের ফ্রেঞ্চ ওপেনের মঞ্চকে বেছে নিলেন ইতিহাস গড়ার জন্য। তাও আবার এ সময়কার নাম্বার ওয়ান নোভাক জকোভিচের বিপক্ষে।

সব মিলিয়ে রোববার রোলাঁ গাঁরোয় টেনিস দেখল নানা নাটকীয়তা। যার শুরুটা ছিল নাদালের দাপট দিয়ে, এরপর জকোর ঘুরে দাঁড়ানো, আবার দৃশ্যপট বদলে যাওয়া। এভাবে নানা নাটকীয়তার পর জকোভিচকে ৬-০, ৬-২, ৭-৫ সেটে হারিয়ে টেনিসের এভারেস্ট জয় করলেন স্প্যানিশ মহানায়ক। এত দিন যেখানে ছিলেন শুধুই রজার ফেদেরার। আজ থেকে নাদালও হলেন সঙ্গী। টেনিসের বিশ্বকাপখ্যাত গ্র্যান্ডস্লামে সর্বোচ্চ ২০টি ট্রফি এখন এ দুই সুপারস্টারের। আর ১৭ গ্র্যান্ডস্লাম নিয়ে জকোভিচ রইলেন আগের আসনে।

ক্লে-কোর্ট বলে কথা, যেখানটায় নাদালই রাজা। এর আগে নিজের লম্বা ক্যারিয়ারে গেল ১৯ মুকুটের ১২টিই জিতেছেন ফরাসি কোর্ট থেকে। রোববারও সেই স্বাক্ষর রাখলেন নাদাল। পরতে পরতে নিজের দাপুটে খেলাটাই উপহার দিলেন। প্রথম সেটে তো নাদালের সামনে দাঁড়াতেই পারেননি জকো। দ্বিতীয় সেটে কিছুটা ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গন্তব্যে নোঙর করেন নাদালই। তিন নম্বর সেটে ভুল করে বসেন নাদাল। যে সুযোগ লুফে নেন জকোভিচ।

তাতে অবশ্য লাভ হয়নি, দেরিতে হলেও তৃতীয় সেটটা ঠিকই নিজের করে নেন রাফা। রেকর্ড ১৩ ফ্রেঞ্চ ওপেন জয়- এ যে নাদাল বলেই সম্ভব। ৩৪ বছর বয়সেও সেই পুরোনো ছন্দ, পুরোনো গতি। ম্যাচের পর নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে নাদাল যে আনন্দে আত্মহারা। দুই হাত প্রসারিত করে আকাশের পানে চেয়ে চেনা ঢঙেই সেরে নেন উদযাপনটা। তবে টেনিসের নতুন চূড়ায় উঠে মাটিতে পা রেখেই যেন কথা বললেন নাদাল। তার কাছে এটা কেবল ফ্রেঞ্চ ওপেনই জয়, এর চেয়ে বাড়তি কিছু নয়, ‘কঠিন একটা বছর এটা, তবে এখানটায় জেতা মানে আমার জন্য সবকিছু।

আসলে এটা রজারের রেকর্ডছোঁয়া নয়, আমার কাছে স্রেফ রোলাঁ গাঁরো জয়। দেখুন, ফ্রেঞ্চ ওপেন আমার কাছে ব্যতিক্রম, এখানটায় ক্যারিয়ারের দারুণ কিছু মুহূর্ত আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে, যারা আমাকে সমর্থন দিয়েছেন। এই কোর্টের সঙ্গে ভালোবাসা অন্য রকম।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English