পিরোজপুর
প্রশ্ন : আমি একবার লঞ্চের ভাড়া পরিশোধ করিনি। এখন লঞ্চের নামও আমার মনে নেই। এ ভাড়ার দায়মুক্ত হব কীভাবে?
উত্তর : লঞ্চের ভাড়ার টাকা সদকা করে দিতে হবে। পরবর্তীতে লঞ্চের নাম মনে হলে ভাড়ার টাকা কর্তৃপক্ষকে দিয়ে দিতে হবে। ফাতাওয়ায়ে রহিমিয়া- ১০/২১৬
গুলিস্তান, ঢাকা
প্রশ্ন : মানুষ চলাচলের ফুটপাতে বসে বেচাকেনা জায়েজ আছে কি না?
উত্তর : পথচারীদের কোনো রকম কষ্ট হলে জায়েজ নেই।
সূত্র : ফাতাওয়ায়ে মাহমুদিয়া- ৮/২৩৯
ময়মনসিংহ
প্রশ্ন : ১ টাকা খুচরা না থাকায় অনেক সময় দোকানিরা ১ টাকা সমমূল্যের চকলেট দিয়ে থাকেন। শরিয়তে এ লেনদেনের বৈধতা কতটুকু?
উত্তর : এ ক্ষেত্রে লেনদেন বৈধ হওয়ার শর্ত হল ক্রেতার সন্তুষ্টি। এ রকম লেনদেনের ক্ষেত্রে সাধারণত ক্রেতা বিক্রেতা উভয়েরই নীরব সমর্থন থাকে। অতএব, তা জায়েজ।
সূত্র : বাদায়েয়ুস সানায়ে- ৪/৩১৯
কক্সবাজার
প্রশ্ন : ‘জোহরের নামাজের প্রথম রাকাতে সূরা ফাতেহা পড়ার পর কোন সূরা মিলিয়ে পড়ব’ ভাবতে ভাবতে অমার ৩ তাসবিহ পরিমাণ সময় অতিক্রম হয়ে যায়। এমতাবস্থায় অমাকে সিজদায়ে সাহু দিতে হবে কি?
উত্তর : এমতাবস্থায় আপনার ওপর সিজদায়ে সাহু ওয়াজিব। সিজদায়ে সাহু না করে থাকলে এ নামাজ আবার পড়তে হবে।