সামাজিক নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।
সোমবার বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশ্বিক মহামারী পরিস্থিতি কোভিড-১৯ আক্রান্ত রোগীর পরিচর্যা, প্রসূতিদের প্রজনন স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচর্যা এবং কিশোর-কিশোরীদের বয়োসন্ধিকালীন জটিলতার বিষয়ে দুদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, নারী ও শিশুদের প্রতি যৌন হয়রানি এবং সহিংসতা একটি সংক্রামক রোগে পরিণত হয়েছে। এ রোগ সবাইকে এগিয়ে এসে নির্মূল করতে হবে।
এদিকে উপজেলা আ’লীগের সব সহযোগী সংগঠনের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষক, মসজিদের ঈমান, পুরোহিতদের এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমান সরকার অন্যায়কে প্রশ্রয় দেয় না। এ বিষয়ে সবাইকে সচেতন করতে হবে। কারণ সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত দেশ গড়ার অঙ্গীকার আওয়ামী লীগ সরকারের।
এ ছাড়া উপজেলার সব জনপ্রতিনিধির উদ্দেশ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, সবসময় তাদের খোঁজখবর রাখেন এবং তাদের পাশে থাকার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একজন নারী। তিনি নারীর প্রতি অসম্মান চান না। তাই সবাইকে এগিয়ে এসে নির্যাতন ও ধর্ষণকে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। এটিই হবে আওয়ামী লীগ সরকারের চ্যালেঞ্জ ও অঙ্গীকার।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, ওসি নজরুল ইসলাম প্রমুখ।