রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

রাঙ্গামাটিতে সেনাবাহিনী-ইউপিডিএফ গোলাগুলি, দুই সন্ত্রাসী নিহত: আইএসপিআর

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৪০ জন নিউজটি পড়েছেন

রাঙ্গামাটিতে সেনাবাহিনী ও ইউপিডিএফের সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় দুই সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছেন এক সেনাসদস্য। মঙ্গলবার ‍বিকালে নানিয়ারচরসংলগ্ন বুড়িঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙ্গামাটির নানিয়ারচরসংলগ্ন বুড়িঘাট এলাকায় রাঙ্গামাটি সেনা জোনের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) সশস্ত্র চাঁদাবাজদের গ্রেফতারের জন্য একটি অভিযান পরিচালনা করে। এ সময় ইউপিডিএফের চাঁদাবাজরা সেনা টহলে উপস্থিত বুঝতে পেরে পার্শ্ববর্তী একটি টিলার উপর থেকে সেনা টহলের ওপর আচমকা গুলিবর্ষণ শুরু করে। সেনা টহলে থাকা সেনা সদস্যরা এ সময় পাল্টা গুলি করে।

এ সময় ঘটনাস্থলে ইউপিডিএফের দুজন সশস্ত্র চাঁদাবাজ নিহত হয় এবং সন্ত্রাসীদের গুলিতে সেনা টহলের সৈনিক শাহাবুদ্দিন গুলিবিদ্ধ হন।

সেনাসদস্যরা পরে তল্লাশি চালিয়ে গুলিসহ সন্ত্রাসীদের ব্যবহৃত ১টি একে-২২ এসএমজি উদ্ধার করে।
আহত সেনাসদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সিএমএইচে ভর্তি করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English