শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

অডির নতুন মডেলের গাড়ি উদ্বোধন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৩৪ জন নিউজটি পড়েছেন

অডি কিউসেভেন মডেলের গাড়ির উদ্বোধন করা হয়েছে। ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহল্টজ, অডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সাদ নুসরাত খান এবং বিপণন ব্যবস্থাপক শীতাল তাসলিম।

এ মডেলের গাড়িটি বাংলাদেশে পাওয়া যাবে ১ কোটি ৫৮ লাখ টাকায়। বাংলাদেশ অডি ব্র্যান্ডের অনুমোদিত প্রতিনিধি প্রগেস মোটরস ইমপোর্টস লিমিটেড থেকে এ মডেল কেনা যাবে। দুই থেকে পাঁচ বছরের জন্য সীমাহীন মাইলেজ ওয়ারেন্টিসহ বিক্রয়পরবর্তী সব সেবা দেবে প্রতিষ্ঠানটি।

নুতন কিউসেভেনে আছে তিন লিটার ভি৬ টার্বো চার্জড ইঞ্জিন এবং মাইল্ড হাইব্রিড প্রযুক্তি। যার সর্বাধিক আউটপুট হলো ৩৪০ হর্স পাওয়ার এবং ৫০০ নিউটন মিটার টর্ক। এ মডেলের গাড়িটিতে রয়েছে ফোর হুইল ড্রাইভ কোয়াট্রোসহ আট স্পিড ট্রিপটোনিক ট্রান্সমিশন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English