শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

মোটরসাইকেল চালক হত্যায় একজনের ফাঁসি দুইজনের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

জামালপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক জিয়াউল হক (৩২) হত্যা মামলায় একজনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসািম হলেন- ইসলামপুর উপজেলার করইতার খানবাড়ী গ্রামের নবাব আলী খান ওরফে নবা খানের ছেলে মাহবুবুর রহমান ওরফে বুলবুল। তিনি পলাতক রয়েছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মেলান্দহ উপজেলার মাঝবন্দ নাংলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে মনির ও একই উপজেলার গোবিন্দপুর নাংলা গ্রামের সুলতানের ছেলে বাবু।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, গত ২০১১ সালের ৫ অক্টোবর সকালে ইসলামপুর উপজেলার ধর্মকুড়া শান্তিপাড়া গ্রামের সামিউল হকের ছেলে ভাড়ায় মোটরসাইকেল চালক জিয়াউল হককে পাশের করইতার গ্রামের বুলবুল জামালপুরের নান্দিনায় শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য মোটরসাইকেল ভাড়া নেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন ৬ অক্টোবর দুপুরে মেলান্দহ উপজেলার চারাইলদার পাথালিয়া গ্রামের মতিবর হাজির ধানক্ষেত থেকে জিয়াউল হকের হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়। পরে ওইদিনই নিহতের স্ত্রী মোছা. বিউটি বেগম মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আদালত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে মাহবুবুর রহমান বুলবুলকে পেনেল কোর্ট ১৮৬০ এর ৩০২ ধারায় মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও দণ্ডবিধির ৩৭৯ ধারার অপরাধে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং মনির ও বাবুকে পেনেল কোর্ট, ১৮৬০ এর ৩০২/৩৪ ধারার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড ও দণ্ডবিধির ৩৭৯ ধারার অপরাধে দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং উভয় সাজা একত্রে চলার আদেশ দেন।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন- অ্যাডভোকেট মো. বজলুল হক ও পলাতক আসামীদের স্টেট ডিফেন্স আইনজীবী অ্যাডভোকেট এস.এম.জামাল আবদুন নাসের ওরফে বাবুল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English