সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

দুই রাজ্যে জোর প্রচারে ট্রাম্প-বাইডেন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৪৯ জন নিউজটি পড়েছেন

মার্কিন নির্বাচনের শেষ মুহূর্তে এসে দুই রাজ্যে জোর প্রচার চালাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন।

স্থানীয় সময় ১৮ অক্টোবর রোববার জো বাইডেন নর্থ ক্যারোলাইনা ও ডোনাল্ড ট্রাম্প নেভাদায় নির্বাচনী সমাবেশ করেছেন।

এই নির্বাচনী সমাবেশে প্রার্থীদের আগ্রাসী বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে হার-জিতের লড়াই যেন শুরু হয়ে গেছে। জো বাইডেন বলছেন, ট্রাম্প ক্রমাগত মিথ্যা কথা বলে যাচ্ছেন। আর ট্রাম্প বলেছেন, বাইডেন একজন দুর্নীতিবাজ রাজনীতিক।

সুইং স্টেট হিসেবে পরিচিত নর্থ ক্যারোলাইনায় বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছেন। তিনি এখনো মিথ্যার বেসাতি করে চলছেন।

এদিকে ট্রাম্প বলছেন, করোনা পরিস্থিতি সংকুচিত হয়ে আসছে। বাস্তবে যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনকভাবে। এমন করে বাড়তে থাকলে আবারও লকডাউনে যাওয়ার কথা বলতে হচ্ছে স্বাস্থ্যসেবীদের।

করোনাভাইরাসের সংক্রমণে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর দেশ যুক্তরাষ্ট্র। এর মধ্যে প্রায় দুই লাখ ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। প্রায় ৮০ লাখ মানুষের সংক্রমণ নিয়ে দেশটি লড়াই করছে মহামারির সঙ্গে। দেশজুড়ে বিরাজ করছে অস্বাভাবিক অবস্থা।

এ কারণে স্বাস্থ্যবিধি মেনে প্রচার চালাচ্ছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। খোলা মাঠে কোনো সমাবেশ নয়, গাড়ির বহর নিয়ে নর্থ ক্যারোলাইনার ডুরহাম নগরীর একটি পার্কিং লটে সমাবেশ করেছেন তিনি। লোকজন মাস্ক পরিহিত অবস্থায় বাইডেনের বক্তব্য শুনেছেন। মুখ থেকে মাস্ক সরিয়ে জো বাইডেন বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় ট্রাম্প শুরু থেকেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাঁর ব্যর্থতার কারণেই এত মানুষের মৃত্যু হয়েছে। ভ্যাকসিন নিয়ে ট্রাম্প মানুষকে মিথ্যা আশাবাদ দিচ্ছেন। ক্রমাগত মিথ্যে কথাই বলে যাচ্ছেন ট্রাম্প।

বাইডেনের মতো বিজ্ঞানীদের কথা শুনলে দেশের অর্থনৈতিক অবস্থা চরম মন্দায় চলে যেত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বাইডেন বলেন, তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের পদ্ধতিগত বর্ণ-বিদ্বেষের অবসান করবেন, কৃষ্ণাঙ্গদের সম্পদ বৃদ্ধির কর্মসূচি হাতে নেবেন।

২০১৬ সালে নর্থ ক্যারোলাইনা রাজ্যে জয় পেয়েছিলেন ট্রাম্প। এবারে জনমত জরিপে দেখা যাচ্ছে, অন্তত ৩ পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন। এ রাজ্যের কৃষ্ণাঙ্গ ও নারীদের ভোটে বাইডেন ব্যাপক সমর্থন পাবেন বলে মার্কিন গণমাধ্যমের প্রকাশিত বিশ্লেষণে দেখা যাচ্ছে।

নেভাদায় সপ্তাহ শুরুর দিন ১৮ অক্টোবর প্রার্থনায় যোগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গির্জার ধর্মগুরু ডেনিস গাউলেট একপর্যায়ে ট্রাম্পের দিকে এগিয়ে আসেন। তাঁরা দুজন কিছুক্ষণ কথা বলেন। প্রার্থনায় যোগ দেওয়া বেশ সম্মানের উল্লেখ করে ট্রাম্প বলেন, কিছু লোক আছে যারা এসব মানেন না। এরপর ট্রাম্প গির্জার দান বাক্সে দান করে নেভাদার প্রচার সমাবেশে যোগ দেন।

করোনাভাইরাস মোকাবিলায় ট্রাম্প শুরু থেকেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাঁর ব্যর্থতার কারণেই এত মানুষের মৃত্যু হয়েছে। ভ্যাকসিন নিয়ে তিনি মানুষকে মিথ্যা আশাবাদ দিচ্ছেন। ক্রমাগত মিথ্যে কথাই বলে যাচ্ছেন ট্রাম্প
জো বাইডেন

নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার আগে নেভাদায় একটি গির্জায় জ্যেষ্ঠ উপদেষ্টা হোপ হিকসের সঙ্গে প্রার্থনায় যোগ দেন ডোনাল্ড ট্রাম্প। ১৮ অক্টোবর, লাসভেগাস

সমাবেশে ট্রাম্প জো বাইডেনের পরিবারকে ‘ক্রিমিনাল এন্টারপ্রাইজ’ পরিবার বলে উল্লেখ করে বলেন, বাইডেন একজন দুর্নীতিবাজ রাজনীতিক। তিনি সব সময়ই এমন ছিলেন।

ট্রাম্প বলেন, বাইডেনের মতো বিজ্ঞানীদের কথা শুনলে দেশের অর্থনৈতিক অবস্থা চরম মন্দায় চলে যেত। দেশের অর্থনীতির এখন চরম উন্নতি হচ্ছে।

গত মার্চ-এপ্রিলে বেকার হওয়া কর্মজীবীদের অধিকাংশই এখনো কাজে ফিরে যেতে পারেনি। দেশের ক্ষুদ্র ব্যবসা একের পর এক বন্ধ হচ্ছে। অর্থনীতিবিদরা দেশে চরম মন্দার আশঙ্কা করছেন। এর মধ্যে ট্রাম্প তাঁর প্রচার সমাবেশে বলছেন, অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে।

নেভাদা রাজ্যে হিস্পানিক ভোটারদের কাছে বাইডেনের জনপ্রিয়তা বেড়েছে। জনমত জরিপে বাইডেনকে ৬ পয়েন্টে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। এ রাজ্যে ২০১৬ সালে হিলারি ক্লিনটন প্রায় আড়াই শতাংশ ভোটে জয় পেয়েছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English