মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

আড়াইহাজারে ৬মন ইলিশ জব্দ, বেহুন্দি জাল ধ্বংস

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৪০ জন নিউজটি পড়েছেন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ধরা ৬মন ইলিশ মাছ জব্দ করে করেছে উপজেলা মৎস অফিস। এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত বেহুন্দি জাল জব্দ করে তা পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

আজ সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালায় উপজেলা মৎস অফিস কর্তৃপক্ষ।

উপজেলা মৎসা অফিসের সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, আড়াইহাজার উপজেলাস্থ বিশনন্দী, কালাপাহাড়িয়া ও খাগকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে বেহুন্দি জাল ও ৬মন ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ইলিশ মাছগুলো উপজেলা পরিষদের সামনে বিভিন্ন মাদ্রাসায় দেয়া হয়। জালগুলো পুড়ানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম আজাদ, মৎস সম্প্রসারণ কর্মকর্তা কামরুন্নাহার বেগম, আইরিন নাহার সিঁথি ও সহকারী মৎস কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English