রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

গাইবান্ধায় ৯৬ কোটি টাকার ফসলের ক্ষতি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৫১ জন নিউজটি পড়েছেন

গাইবান্ধা জেলায় সাম্প্রতিক তিন দফা বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তিন দফা বন্যায় মোট ক্ষতির পরিমাণ ৯৫ কোটি ৮৮ লাখ ২৭ হাজার টাকা বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

এর মধ্যে সর্বশেষ তৃতীয় পর্যায়ে ৬৭ কোটি ৯৩ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ফসলের ক্ষতি হয়েছে। এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের বন্যায় ২৭ কোটি ৯৫ লাখ টাকা ২ হাজার টাকার ফসলের ক্ষতি হয়।

কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, তৃতীয় পর্যায়ের বন্যায় গাইবান্ধার সাত উপজেলায় ১৭ হাজার ১৬০ হেক্টর জমির আমন, মাস কালাই ও শাক সবজির ক্ষেত পানিতে নিমজ্জিত হয়। এর মধ্যে ৫ হাজার ৯৯৭ হেক্টর জমির ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু গোবিন্দগঞ্জ উপজেলাতেই ২ হাজার ১৬২ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে।

অপরদিকে প্রথম ও দ্বিতীয় দফা বন্যায় ২ হাজার ৫৩৪ হেক্টর জমির আমন বীজতলা, রোপা আমন, আউশ ধান ও শাক সবজির ক্ষতি হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English