সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

যুব বিশ্বকাপের আগে ইংল্যান্ডে সিরিজ খেলবে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৫২ জন নিউজটি পড়েছেন

দক্ষিণ আফ্রিকায় ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে ইংল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলেছিলেন আকবর আলীরা। তার সুফল পাওয়া যায় বিশ্বকাপে।

এ বছর ৯ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ভারতকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে তিন উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আইসিসির যে কোনো ইভেন্টে এটাই বাংলাদেশের প্রথম শিরোপা জয়। ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ভালো করার লক্ষ্যে আগামী বছর আগস্টে ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

ত্রিদেশীয় ওই সিরিজে কমপক্ষে ছয়টি ম্যাচ খেলবেন যুবারা। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ড সফরের উদ্যোগ নিয়েছে বিসিবি। সিরিজের অপর দল অস্ট্রেলিয়া। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুশীলন ক্যাম্পের মধ্য দিয়ে গত মাসে যুব দল গড়ার প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাওসার ইংল্যান্ড সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামী বছর আগস্টে তিন জাতির একটি সিরিজ খেলতে আমাদের অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ড সফর করবে। সিরিজের অপর দুটি দল স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। দুই দলের সঙ্গে তিনবার করে মোট ছয়টি ম্যাচ খেলব আমরা। ফাইনাল খেললে আরও একটি ম্যাচ বেশি পাব।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English