মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

পুকুর খননকালে পাওয়া গেল ‘৬৯ সালের গ্রেনেড

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৫১ জন নিউজটি পড়েছেন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে ১৯৬৯ সালের একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বরমচাল ইউনিয়ন থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বরমচাল ইউনিয়নের আকিলপুর নন্দনগর এলাকার ইলেকট্রিশিয়ান সাহান মিয়া নিজ বাড়ির সামনে একটি পুকুর খনন করছেন। খননের এক পর্যায়ে শুক্রবার বিকালে প্রায় ১০ ফুট নিচে তামার একটি বস্তু দেখতে পান শ্রমিকরা। শ্রমিকরা বিষয়টি বাড়ির মালিক সাহান মিয়াকে জানান।

পরে শ্রমিকরা আশপাশের মাটি সরিয়ে গোলাকার বস্তু দেখতে পান। পরে বাড়ির মালিকসহ স্থানীয় লোকজন বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধারকৃত গ্রেনেডটিতে পিওএফ ১৯৬৯ লেখা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, উদ্ধারকৃত গ্রেনেডটি অব্যবহৃত এবং কমপক্ষে ৫০-৫২ বছর আগের। ধারণা করা হচ্ছে এটি অকেজো হয়ে গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English