সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

নারী নির্যাতনকারীদের জন্য আ.লীগের দরজা চীরদিনের মতো বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৫২ জন নিউজটি পড়েছেন

নারী নির্যাতনকারীদের জন্য আওয়ামী লীগের দরজা চীরদিনের মতো বন্ধ ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রবিবার (২৫ অক্টোবর) সকালে নোয়াখালীর নিজ নির্বাচনী এলাকার বসুরহাট ও কবিরহাটে সনাতন ধর্মাবলম্ভীদের শারদীয় দুর্গোৎসবে একথা বলেন তিনি। এসময় ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, দলীয় পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না। অপরাধীর পরিচয় তারা অপরাধীই। কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট ফেসবুকে কেউ দেবেন না।

নোয়াখালীতে বিভিন্ন উন্নয়নের কাজ চলমান আছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এখনো যেসব কাজ বাকী আছে বর্তমান সরকারের আমলেই তা শেষ করা হবে। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য সবকিছুই করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English