রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ কার্ডিনাল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৫৫ জন নিউজটি পড়েছেন

যুক্তরাষ্ট্রে এবার প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ কার্ডিনাল নিয়োগ দেয়া হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) পোপ ফ্রান্সিস আনুষ্ঠানিকভাবে এই কৃষ্ণাঙ্গসহ ১৩ জন কার্ডিনালের নাম ঘোষণা করেন।

নতুন নিযুক্ত হওয়া কৃষ্ণাঙ্গ কার্ডিনাল হলেন ওয়াশিংটনের আর্চবিশপ উইলটন গ্রেগরি। এর আগে তিনবার মার্কিন কনফারেন্স অব আর্চবিশপস এর প্রধান হয়েছেন তিনি।

সম্প্রতি বর্ণবাদ নিয়ে উত্তাল যুক্তরাষ্ট্র। ট্রাম্প ও বাইডেনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কেও বারবার করে এসেছে এই প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রজুড়ে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বিক্ষোভ হয়েছে। এমন পরিস্থিতিতে সেখানে একজন কৃষ্ণাঙ্গ যাজককে কার্ডিনাল করা রীতিমতো তাৎপর্যপূর্ণ।

পোপের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, এবার যে কার্ডিনাল নিয়োগ করা হয়েছে, তাদের মধ্যে চারজনের বয়স ৮০ বছরের কম। এর মধ্যে রুয়ান্ডা, ফিলিপাইন ও চিলির আর্চবিশপও রয়েছেন।

ভ্যাটিকান সিটির সেন্ট ফ্রান্সিস স্কয়ারে সমবেত ভক্তদের পোপ ফ্রান্সিস জানান, ২৮ নভেম্বর একটি অনুষ্ঠান হবে। সেখানেই নতুন ১৩ জন আনুষ্ঠানিকভাবে কার্ডিনালে উন্নীত হবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English