রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

অভিনয়ে ফেরার তেমন আগ্রহ নেই : শাবনাজ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৫৩ জন নিউজটি পড়েছেন

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ। সহকর্মী চিত্রনায়ক নাঈমকে বিয়ে করে সংসারী হয়েছেন বহু আগেই। সর্বশেষ ছবিতে অভিনয় করেছিলেন ২০০৮ সালে। ছবির নাম ‘ডাক্তারবাড়ি’।

পরিচালনা করেছেন আজিজুর রহমান। এরপর কেটে গেছে প্রায় এক যুগ। এ দীর্ঘ সময়ে সিনেমা কিংবা নাটক- কোনোটাতেই দেখা যায়নি এ জনপ্রিয় অভিনেত্রীকে। কিছুদিন আগে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হয়েছেন। তখন শোনা গেছে, শিগগিরই বিটিভির নাটকে অভিনয় করতে যাচ্ছেন শাবনাজ। কিন্তু সেটাও আর হয়নি।

কেন? জানতে চাইলে তিনি বলেন, এখনও সিনেমা বা নাটকে অভিনয়ের প্রস্তাব যে একেবারেই আসে না তা কিন্তু নয়। কিন্তু আমি যে ধরনের সিনেমা নাটকে অভিনয় করতে চাই, সে ধরনের গল্প কিন্তু পাই না। ঘোষণা দিয়ে কিন্তু অভিনয় ছেড়ে দেইনি। আমি যেভাবে এখন আমার জীবনযাপনে অভ্যস্ত, সেই ভাবনা মাথায় রেখে যদি কেউ গল্প লিখেন এবং সেই গল্প যদি আমার পছন্দ হয় তাহলে হয়তো অভিনয়ে ফেরার বিষয়টি ভেবে দেখা যেতে পারে। তবে দীর্ঘদিন অভিনয়ে নেই বলে ফেরার আগ্রহটাও কিন্তু প্রবল নয়।

আমার এবং নাঈমের প্রতিদিনের গল্পে সিনেমা জীবনের দিনগুলোর কথা কিন্তু চলেই আসে। আমরাও ভীষণ মিস করি সেসব ফেলে আসা দিনগুলো।’ এদিকে আজ এ অভিনেত্রীর জন্মদিন। তবে দিনটি উপলক্ষে নেই বিশেষ কোনো আয়োজন।

এর কারণ করোনাভাইরাস। ঘরে বসেই পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। প্রসঙ্গত ১৯৯১ সালের ৪ অক্টোবর শাবনাজ অভিনীত প্রথম ছবি ‘চাঁদনী’ মুক্তি পায়। তার অভিনীত উল্লেখযোগ্য দর্শকনন্দিত ছবি হচ্ছে ‘দিল’, ‘জিদ’, ‘আগুন জ্বলে’, ‘আঞ্জুমান’, ‘অনুতপ্ত’, ‘লাভ’, ‘চোখে চোখে’, ‘টাকার অহংকার’, ‘আশা ভালোবাসা’, ‘সোনিয়া’ ইত্যাদি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English