শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার পক্ষে শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৫৬ জন নিউজটি পড়েছেন

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি সমন্বিত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেয়ার আহবান জানিয়েছেন। তিনি রোববার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পদ্ধতি পর্যালোচনা সংক্রান্ত এক ভার্চূয়াল সভায় সভাপতির বক্তব্যে এই আহবান জানান। এসময় মন্ত্রী বলেন, আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করতে পারি তাহলে তা হবে মুজিব বর্ষ উপলক্ষে এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি বড় উপহার।

শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে এই ভাচূর্য়াল সভায় আরো যুক্ত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন,বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আখতারুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.আব্দুস সোবাহান প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের ভোগান্তি নিরসন,আর্থিক সাশ্রয়,পরীক্ষা দিতে গিয়ে আবাসনের সমস্যা নিরসন সহ বিভিন্ন কারণে দীর্ঘদিন থেকেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে নেবার চেষ্টা শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন করে আসছে। অধিকাংশ বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে এ বিষয়ে তাদের ঐক্যমত জানিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য, রাষ্ট্রপতিও এই বিষয়ে তার অভিপ্রায় স্পষ্ট করেছেন। চলতি বছর বিশেষভাবে বিশাল সংখ্যক ভর্তিচ্ছু শিক্ষার্থীর একই সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গণপরিবহনে যাতায়াতের ফলে করোনার প্রকোপ বৃদ্ধির সম্ভাবনা রোধকল্পে সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় আজ চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে অনুষ্ঠিত এক সভায় শিগগিরই এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসতে বিশ্ববিদ্যালয়গুলোকে আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

সভায়,’৭৩ এর আদেশ অনুযায়ী প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের তিনটির ভিসি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি অভিপ্রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে শিক্ষার্থী ও অভিভাবকদের সমস্যা নিরসনে এবং বিশেষত:করোনা সংকটকে বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষাগ্রহণ এবং এর স্বচ্ছতা ও মান বজায় রাখার বিষয় নিশ্চিত করতে গ্রহণযোগ্য পদ্ধতি অবলম্বনের জন্য স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে বসে সিদ্ধান্ত চূড়ান্ত করার বিষয়ে একমত পোষণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English