লকডাউনে নিজের পানভেলের ফার্মহাউসে সময় কাটানোর পর বিগ বসের-১৪ সিজনের সঞ্চালনার কাজ হতে নিয়েছেন। তবে এবার নতুন ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন ‘ভাইজান’।
‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার কাজ ইতিমধ্যেই শেষের পথে। এর মধ্যে হাতে রয়েছে তার বেশ কয়েকটি ছবি। আগামী ১৫ নভেম্বর থেকে নতুন ছবির শুটিং শুরু করবেন সালমান।
সিনেমার নাম ‘অন্তিম’। গ্যাংস্টার-ড্রামা। মারাঠি ছবি ‘মুলশী প্যাটার্ন’-এর হিন্দি রিমেক এই সিনেমা।
এতে পরিচালনার দায়িত্বে রয়েছেন মহেশ মাঞ্জরেকর। এর আগে এই ছবির নির্মাতার মেয়ে সলমনের সঙ্গে ‘দাবাং’-এ অভিনয় করেছেন। ভাইজানের পাশাপাশি ‘অন্তিম’ সিনেমায় তার বোন অর্পিতার স্বামী আয়ুষ শর্মাকেও দেখা যাবে। সালমানের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে যার উত্থান। এবার সেই সালমানের সঙ্গেই এক সিনেমায় অভিনয় করতে দেখা যাবে আয়ুষ শর্মাকে।
এই ছবিতে সালমান এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। অন্যদিকে তারই প্রতিপক্ষ গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে ভগ্নিপতি আয়ুষ শর্মাকে।
পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী বছর ফেব্রুয়ারির মধ্যেই ‘অন্তিম’-এর কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছেন নির্মাতারা। এরপরই ‘টাইগার’ ও ‘কিক টু’ছবির ফ্যাঞ্চাইজিতে মন দিবেন সালমান।