রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

বিশ্ব আমার নগ্ন পা নিয়েই আলাপ করেছিল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

‘প্যানিক রুম’, তুমুল আলোচিত, জনপ্রিয় ‘টোয়ালাইট’ সিরিজ, ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’, ‘ইনটু দ্য ওয়াইল্ড’, ‘চার্লিস অ্যাঞ্জেলস’, ‘পার্সোনাল শপার’, ‘আন্ডারওয়াটার’। এসব ছাপিয়ে ক্রিস্টেন স্টুয়ার্টকে নিয়ে আলোচনা হয় তাঁর বক্তব্য, কর্মকাণ্ড ও প্রেম নিয়ে।

২০১৮ সালের কান চলচ্চিত্র উৎসবের লালগালিচা নগ্ন পায়ে হেঁটে পার হয়েছেন। বিনোদনের বিশ্ব অঙ্গনে এ নিয়ে হয়ে গেছে তুলকালাম কাণ্ড। পরদিন প্রথম সারির সব খবরের কাগজ ফলাও করে প্রকাশ করেছিল সে ঘটনা। করবে না কেন! উৎসব কর্তৃপক্ষ ‘ফ্ল্যাট’ স্যান্ডেল নিষিদ্ধ করেছিল সেবার। তাতে নাকি উৎসবের অমর্যাদা হবে। খালি পায়ে আসা যাবে না, সেটা অবশ্য বলেনি। তাই প্রতিবাদী হয়েছিলেন ক্রিস্টেন। সেটিই হয়ে দাঁড়িয়েছিল কানের ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা।

সেই ‘ভাইরাল মোমেন্ট’ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন এই হলিউড তারকা। ক্রিসমাস থিমের ওপর নির্মিত স্টুয়ার্ট অভিনীত হ্যাপিয়েস্ট সিজন মুক্তি পেতে যাচ্ছে ২৫ নভেম্বর। ছবিটির প্রচারণায় ফ্যাশন ম্যাগাজিন ইনস্টাইল–এর সঙ্গে আলাপে উঠে আসে দুই বছর আগে কানের সেই ঘটনা। ‘হাই হিল’ পরা বাধ্যতামূলক, এই নিয়মের প্রতিবাদ করে এই তারকা বলেন, ‘উঁচু জুতা পরে ও রকম উঁচু উঁচু সিঁড়ি পেরিয়ে স্বাভাবিকভাবে হাঁটা যায়? সময় এবং শ্রম বাঁচাতে, নিরাপদে হাঁটতে তাই উঁচু জুতা খুলে ফেলে দিয়েছিলাম। কোনো বিপ্লব করতে চাইনি। আমি কেবল স্বতঃস্ফূর্তভাবে হাঁটতে চেয়েছি। কিন্তু পরদিন ঘুম থেকে উঠে দেখি, পুরো বিশ্ব আমার জুতা ছাড়া পা নিয়েই আলাপ করছে।’

তবে নারীবাদী হিসেবে পরিচিতি আছে ক্রিস্টেনের। আগেও বলেছিলেন তিনি, ‘একটা মেয়ে কী পরবে, কীভাবে বসবে, চলবে, কেউ তা ঠিক করে দেওয়ার অধিকার রাখে না। কেন এসব নিয়মের আবর্জনা চাপিয়ে দেওয়া হয়?’

ক্রিস্টেন স্টুয়ার্টকে শিগগিরই দেখা যাবে প্রিন্সেস ডায়ানার চরিত্রে, স্পেন্সার সিনেমায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English