অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সংঘটিত সন্ত্রাসী হামলায় জড়িত মোট ১৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে অস্ট্রিয়া কর্তৃপক্ষ। তবে আশ্চর্যজনক তথ্য হল, হামলায় জড়িত সন্দেহে মূল অভিযুক্ত যুবক গত বছরের ডিসেম্বরেই জেল থেকে মুক্তি পেয়েছিলেন।
এখনো দেশটির পুলিশ তাদের অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে। অস্ট্রিয়া কর্তৃপক্ষের প্রকাশ করা ছবিতে দেখা যায়, হামলাকারী ২০ বছর বয়সী যুবক অস্ত্র হাতে নিজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে।
অস্ট্রিয়ার পুলিশ মনে করছে, ওই যুবক একাই পুরো হামলা পরিচালনার নেপথ্যে ছিলেন। গত সোমবারে সংঘটিত এ হামলায় ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উল্লেখ্য, নিহতদের মধ্যে জার্মান নাগরিকত্বের একজন নারী ছিলেন।