মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে খেপেছে মুসলিম বিশ্ব। এ অবস্থায় ফ্রান্সের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জোর দাবি জানিয়েছে দেশটির প্রতিবাদী জনতা। একই ইস্যুতে ইসলামাবাদ থেকে ফরাসি রাষ্ট্রদূতকে দ্রুত বহিষ্কার করতে পাক সরকারের প্রতি দাবি জানায় তারা।
পার্সটুডে জানায়, প্রতিবাদের অংশ হিসেবে পাকিস্তান জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ থেকে একটি বিক্ষোভ সমাবেশেরও আয়োজন করা হয়। এছাড়াও দেশটির জনগণ প্রতিবাদ জানিয়ে আসছে।
খবরে বলা হয়, ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি ফ্রান্সের সব ধরনের পণ্য বয়কট করার আহবান জানিয়েছেন বিক্ষোভকারীরা। পাকিস্তানের জনগণ বিশ্বাস করে যে, ফ্রান্স যে অবস্থান নিয়েছেন সেটি রাজনৈতিক। ইউরোপের দেশগুলোতে দ্রুতগতিতে ইসলাম ছড়িয়ে পড়ছে তাতে ভীত হয়ে ফরাসি প্রেসিডেন্ট এমন বক্তব্য দিয়েছেন।
ফ্রান্সে মহানবীকে অবমাননা করে কার্টুন ছাপানোর প্রতিবাদে ইসলামাবাদের প্রতিবাদ থেকে জানানো হয়েছে, বাকস্বাধীনতার নামে এই অবমাননাকর কার্টুন ছাপানোকে পাকিস্তানের জনগণ মুসলিমবিদ্বেষ বলে মনে করছেন।
শার্লি এবদো নামে ফ্রান্সের একটি ম্যাগাজিন বছরের পর বছর এ ধরনের অবমাননাকর কার্টুন ছেপে আসছে। কিন্তু এবার এ ধরনের ঘটনা সেই ম্যাগাজিনে কার্টুন প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নেই বরং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন নিজেই ইসলামের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন এবং বাকস্বাধীনতার নামে এমন কার্টুন প্রকাশ অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা করেছেন।