আগামী ৪ বছর হোয়াইট হাউস কার দখলে থাকবে, তার আভাস মিলতে শুরু করল। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের প্রাথমিক প্রবণতায় কার্যত সমানে সমানে লড়াই চলছে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে। বিভিন্ন সংবাদ মাধ্যমের হিসেব অনুযায়ী বাইডেন এগিয়ে ২২৩টি ইলেক্টরাল ভোটে। ট্রাম্পের পক্ষে ২১২।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন এখনও পর্যন্ত জিতেছেন নিউ মেক্সিকো, নিউ হ্যাম্পশায়ার, নিউইয়র্ক, ম্যাচাচুসেটস, নিউ জার্সি, মেরিল্যান্ড, ভারমন্ট, কানেক্টিকাট, ডেলাওয়ার ও কলোরাডোতে। হাওয়াই, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া এবং ইলিনয়েসের মতো রাজ্যেও ডেমোক্র্যাটদের জয় হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।