নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসুন। তা না হলে কারও মুক্তি হবে না। এই সরকারের পতনের জন্য গণঅভ্যুত্থান মুক্তির একমাত্র পথ। এক সময় আওয়ামী লীগ গণতন্ত্রের, আন্দোলনের, নির্বাচনের ও মুক্তিযুদ্ধের দল ছিল। কিন্তু সেই দল আর নেই। বাঁচতে চাইলে কাজ একটাই- এই সরকারকে বিদায় করে দেন।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মান্না আরও বলেন, দেশের টেলিভিশন চ্যানেলে কথা বলতে দেওয়া হচ্ছে না। বিদেশি টেলিভিশন যেগুলো প্রচার করছে, সেগুলোও বন্ধ করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা প্রসঙ্গে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ করেছেন, অথচ এখন পর্যন্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। সব চলে কিন্তু দেশের শিক্ষা চলে না। সারা পৃথিবীতে করোনার পর খুলে দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
মান্না বলেন, নূর হোসেন বুকে লিখেছিল স্বৈরাচার নিপাত যাক, আর পিঠে লিখেছিল গণতন্ত্র মুক্তি পাক। গুলি করে তখনকার সরকার তাকে মাটিতে শুইয়ে দিয়েছে। আগামী ১০ নভেম্বর নূর হোসেনকে শ্রদ্ধা জানিয়ে রাজপথে নামব। আমরা মারামারি করব না। কোনো প্রকার উশৃঙ্খলতা করব না। সারাদেশের মানুষের কাছে একটি আহ্বান জানাতে চাই- আসুন, অঙ্গীকার করে রাজপথে গণতন্ত্রের জন্য লড়াই করব; ভয় পাব না।
আয়োজক সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএন পির সহ-তথ্য বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী ও সহ-প্রান্তিকবিষয়ক সম্পাদক অর্পণা রায়।