নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার বেলা ৩টায় এ বৈঠক হবে বলে। জানা যায়, আসন্ন ‘ঢাকা-১৮’ সংসদীয় আসনের উপনির্বাচনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এ বৈঠকে।
আলোচনা সভার নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।
বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা হলেন, দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আর্জম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল করিব কাওছার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।