রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

ঢাকা-দিল্লি ফ্লাইট দিয়ে যাত্রা শুরু করছে ভারতের ভিস্তারা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৪৪ জন নিউজটি পড়েছেন

ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে দেশে আজ (বৃহস্পতিবার) থেকে যাত্রা শুরু করবে ভারতের ভিস্তারা এয়ারলাইন্স। আজ দুপুরে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ভিস্তারার ফ্লাইটের উদ্বোধন করবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

এরপর দুপুর দেড়টায় ঢাকা থেকে প্রথমবারের মতো দিল্লি যাবে ফ্লাইটটি। এয়ারবাবল চুক্তির আওতায় আপাতত সপ্তাহে দুইদিন (রোববার ও বৃহস্পতিবার) দুটি ফ্লাইট চলাচল করবে ভিস্তারার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, মেম্বার (অপস) এয়ার কমোডর মো. খালিদ হোসেন, ভিস্তারার প্রতিনিধি কাইজাদ পেসি পোস্টওয়াল্লা, ঢাকার জিএসএ মাস ট্রাভেলস অ্যান্ড টুরসের কর্ণধার সোহাগ হোসেন ও বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএস তৌহিদ উল আহসান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English