সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

বত্রিশে বিরাট কোহলি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৫৭ জন নিউজটি পড়েছেন

বয়সের দিক থেকে ৩১ পেরিয়ে ৩২ এ পা দিলেন সময়ের সেরা ক্রিকেটার বিরাট কোহলি। আজ ছিল তার ৩২তম জন্মদিন। ১৯৮৮ সালের এই দিনে দিল্লিতে জন্ম নিয়েছিলেন এই ক্রিকেট বিস্ময়। দুবাইয়ে স্ত্রী আনুশকা শর্মা ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সতীর্থদের নিয়ে জন্মদিন উদযাপন করেছেন তিনি। এরপর সেসব মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।

বিরাট কোহলি প্রথম ক্রিকেট বিশ্বের নজরে আসেন ২০০৬ সালে। সেবার প্রাণপ্রিয় বাবার মৃত্যুর পরদিন ৯০ রানের এক ইনিংস খেলেছিলেন তিনি। ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়ে নিজের দিকে আরো কিছুটা আলো কাড়েন কোহলি। ওই আসরে তার নেতৃত্বে শিরোপা জিতে ভারত অনূর্ধ্ব-১৯ দল। সেবার দেশের হয়ে সর্বোচ্চ রানও এসেছিল তার ব্যাট থেকে। ৬ ম্যাচে এক সেঞ্চুরিতে ২৩৫ রান করেছিলেন তিনি, হয়েছিলেন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। এর কিছু দিন পর দেশের জার্সিতে ওয়ানডে দলেও অভিষেক হয় বিরাটের। যেখানে তিনি প্রথম খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে।

২০০৮ সালের আগস্ট মাসে ওয়ানডে অভিষেক হয় বিরাট কোহলির। ২ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে হয় তার টি-টোয়েন্টি অভিষেক। ক্রিকেটের অভিজাত সংস্করণে তিনি প্রথম খেলেন ২০১১ সালের জুন মাসে। শুরুর দিন থেকে একের পর এক রেকর্ড নিজের নামে করে নিচ্ছেন বিরাট কোহলি। প্রথম খেলোয়াড় হিসেবে তিনি ওয়ানডেতে দ্রæততম ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। এই রান করতে তিনি ইনিংস খেলেছেন ২০৫টি। শচিন টেন্ডুলকার এই রান করতে খেলেছিলেন ২৫৯ ইনিংস। এতসব অর্জনের কারণে বিরাট কোহলি জায়গা পেয়েছেন হাজারো ক্রিকেটপ্রেমীর হৃদয়ে। তেমনি খেলার মাঠে তার আগ্রাসী মনোভাবের জন্য অসংখ্যা লোক তার প্রতি বিমুখও!

অভিষেকের পর থেকে বিরাট ভারতের হয়ে এখন পর্যন্ত ৮৬টি টেস্ট, ২৪৮টি ওয়ানডে ও ৮২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ক্রিকেটের তিন ফরমেটে ৭০ ইনিংসে শতক হাঁকিয়েছেন তিনি, যার মধ্য টেস্টে তার সেঞ্চুরি ২৭টি এবং ওয়ানডেতে ৪৩টি। তার অর্ধশতকের সংখ্যা ১০৪টি। যেখানে ২২টি টেস্টে, ওয়ানডেতে ৫৮টি ও টি-টোয়েন্টিতে ২৪টি হাফসেঞ্চুরি তার। টি-টোয়েন্টি বাদে ক্রিকেটের অন্য দুই ফরমেটে ১২ হাজারের ওপরে রান রয়েছে কোহলির। টেস্টে তিনি ১২ হাজার ৫৫২, ওয়ানডেতে ১২ হাজার ৭২৬ ও টি-টোয়েন্টি ম্যাচে ২ হাজার ২১ রান করেছেন।

আইসিসি র‌্যাঙ্কিংয়ে বিরাট ওয়ানডেতে শীর্ষে, টেস্টে দ্বিতীয় স্থানে ও টি-টোয়েন্টি ফরমেটে নবম স্থানে রয়েছেন। ২০১৭ সালে তিনি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কমাস আগে এ জুটি ঘোষণা দিয়েছেন তারা সন্তানের জনক-জননী হতে চলেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English