লিগ পর্বে দাপট দেখিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে খেলা শেষ করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। একমাত্র দল হিসাবে তাদের সংগ্রহ ছিল ১৮ পয়েন্ট। এবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচেও চিরচেনা রূপটা দেখালো চারবারের চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার রাতে দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানে হারিয়ে আইপিএলের ফাইনালে পৌঁছে গেছে মুম্বাই।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২০০ রান করে মুম্বাই। ৩০ বলে সর্বোচ্চ ৫৫ রানে অপরাজিত থাকেন ইশান কিষান। ৩৮ বলে ৫১ রান করেন সূযকুমার যাদব। শেষের দিকে খণ্ড ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া। ৫ ছক্কায় মাত্র ১৪ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। অধিনায়ক রোহিত শর্মা এদিন পান গোল্ডেন ডাক। বল হাতে দিল্লির হয়ে সর্বোাচ্চ তিন উইকেট নেন স্পিনার রবী চন্দ্রন অশ্বিন।
জবাবে ব্যাট করতে নেমে মুম্বাইর বোলারদের তোপের মুখে পড়ে দিল্লি। বল হাতে আগুন ঝড়ান পেসার জসপ্রিত বুমরাহ। সঙ্গে ছিলেন আরেক পেসার ট্রেন্ট বোল্ট।
দলীয় রানের খাতা খুলার আগেই বিদায় টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। শুন্য রানে বিদায় পৃথী শ, শিখর ধাওয়ান ও অজিঙ্কা রাহানে। প্রথম ওভারেই দুই উইকেট নেন বোল্ট। তৃতীয় ওভারে নিজের প্রথম উইকেট নেন বুমরাহ। এরপর চলে বুমরাহর রাজত্ব। তুলে নেন আরো তিন উইকেট। অধিনায়ক আয়ারও (১২) সুবিধা করতে পারেননি। ৪৬ বলে দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করা স্টয়নিসকেও আউট করেন বুমরাহ। ৩৩ বলে ৪২ রান করেন অক্ষর প্যাটেল। ৮ উইকেটে ১৪৩ রানে থামে দিল্লির ইনিংস। ৪ ওভারে এক মেডেনে মাত্র ১৪ রানে চার উইকেট নেন মুম্বাইর বুমরাহ। ম্যাচ সেরা তিনিই।
শুক্রবার এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে জয়ী দলের সঙ্গে আগামী ৮ নভেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে দিল্লি। এই ম্যাচে জয়ী দল উঠে যাবে ফাইনাল। ১০ নভেম্বর ফাইনাল।