সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

সপ্তাহব্যাপী বাংলা ছবির উৎসব সিনেপ্লেক্সে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৩৯ জন নিউজটি পড়েছেন

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি চালু হয়েছে স্টার সিনেপ্লেক্সের সকল শাখা। চালু হওয়ার দুই সপ্তাহর মাথায় এসেই ৭ দিনব্যাপী বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স। শুক্রবার থেকে শুরু হওয়া চলচ্চিত্র সপ্তাহ শেষ হবে আগামি ১২ নভেম্বর পর্যন্ত।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, বাংলা ছবি সপ্তাহে যে ছবিগুলো প্রদর্শিত হবে তার মধ্যে রয়েছে ‘ঊনপঞ্চাশ বাতাস’ এবং পুরনো ‘আয়নাবাজি’, ‘দেবী’, ‘ঢাকা অ্যাটাক’, ‘শিকারী’, ‘কৃষ্ণপক্ষ’, ‘কমলা রকেট’ ও ‘ন ডরাই’ চলচ্চিত্র।

এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখায় চলছে বিভিন্ন সময়ে মুক্তি পাওয়া সাড়া জাগানো তিনটি বাংলা চলচ্চিত্র। চলচ্চিত্রগুলো হলো দীপংকর দীপন পরিচালিত ঢাকা অ্যাটাক, মেহের আফরোজ শাওন পরিচালিত কৃষ্ণপক্ষ এবং অনম বিশ্বাসের বহুল আলোচিত দেবী।

এরমধ্যে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরাতে দিনব্যাপী তিনটি শো চলছে ‘ঢাকা অ্যাটাক’ এর। দুপুর ১টা ১৫, বিকেল ৪টা ১০ এবং সন্ধ্যা ৭টা ১০ মিনিটে চলবে শোগুলো।

স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভারেও একই সময়ে তিনটি শো চলছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটির। এদিকে একই সময়ে স্টারসিনেপ্লেক্সের নতুন শাখা মহাখালির এসকেএস টাউয়ারে চলছে জয়া আহসান ও চঞ্চল চৌধুরী অভিনীত বহুল প্রশংসিত ছবি ‘দেবী’।

শনিবার (৭ নভেম্বর) স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও এসকেএস শাখাতে দর্শক দিনব্যাপী তিনটি শোতে দেখতে পারবেন অমিতাভ রেজা পরিচালিত সুপারহিট ছবি ‘আয়নাবাজি’। এদিন সীমান্ত সম্ভারে চলবে শাকিব খান অভিনীত যৌথপ্রযোজনার ছবি ‘শিকারি’।

প্রতিদিন তিনটি ছবির তিনটি করে প্রদর্শনী হবে। বিস্তারিত শিডিউল দেওয়া হয়েছে স্টার সিনেপ্লেক্সের ওয়েব সাইট ও ফেইসবুক পেজে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English