মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয় কার এখনও বাকি। তবে জো বাইডেন জয়ের খুব দ্বারপ্রান্তে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নীলের চেয়ে অনেক পিছিয়ে। যে কয়টি অঙ্গরাজ্যে ভোটগণন এখনও শেষ হয়নি সেগুলোতেও তার পিছিয়ে থাকা। সবমিলে জয় কার ইঙ্গিত মিললেও এখনই বলা যাচ্ছে না। ভোটগণনা শেষ হলে তবেই।
তাহলে তিনদিন তো হলো, ভোটগণনার শেষ কোথায়? বিবিসির তথ্য বলছে, এখনও ছয়টি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ভোটগণনা চলছে। বিজয়ীর নাম ঘোষণা করতে আরও কিছু সময় লাগবে। তবে জো বাইডেন জয়ের পথে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। জয়ের জন্য তার আরও ১৭টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন।
অবশ্য ফক্স নিউজসহ স্থানীয় কিছু সংবাদমাধ্যম বলছে, আর মাত্র ছয় ইলেক্টোরাল ভোট প্রয়োজন জো বাইডেনের। তিনি ২৬৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। আর পাঁচটি রাজ্যে ভোটগণনা বাকি রয়েছে।
পেনসিলভেনিয়ায় জো বাইডেন এ মুহূর্তে ২৮ হাজার ৮৮৩ পপুলার ভোটে এগিয়ে আছেন। এই রাজ্যের ইলেক্টোরাল ভোট সবচেয়ে বেশি; বিশটি। রাজ্যটিতে জিততে পারলে বাইডেন জেতার জন্য প্রয়োজনীয় ভোট পেয়ে যাবেন। এখানে ভোটগণনা বাকি এক শতাংশ।
অ্যারিজোনাতেও ট্রাম্পের চেয়ে ২৯ হাজার ৮৬১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন। সেখানে ইলেক্টোরাল ভোট ১১টি। এমনকি নেভাদাতেও এগিয়ে বাইডেন। ভোটের ব্যবধান এ মুহূর্তে ২২ হাজার ৬৫৭টি।
জর্জিয়াতেও এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তবে সেখানে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান খুবই কম। মাত্র সাত হাজার ২৪৮ ভোটের। তাই এরইমধ্যে রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এত অল্প ব্যবধানের কারণে সেখানে ভোট পুনরায় গণনা করা হবে।
বিবিসির লাইভ আপডেট বলছে, পেনসিলভেনিয়া থেকে বাংলাদেশ সময় শনিবার রাত ৮টা নাগাদ আরও কিছু ফলাফল আসতে পারে। সেটা জো বাইডেনের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখন পর্যন্ত রাজ্যটির ৯৬ শতাংশ ভোটগণনা শেষ হয়েছে। তবে ফক্স নিউজসহ কেউ কেউ বলছে, এক শতাংশ বাকি রয়েছে।