সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

ক্রিকেটকে বিদায় বললেন এলটন চিগাম্বুরা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৪২ জন নিউজটি পড়েছেন

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক এলটন চিগাম্বুরা সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছেও চিগাম্বুরা অতি পরিচিত এবং পছন্দের ক্রিকেটার। চলমান পাকিস্তান সফরই হবে তার শেষ আন্তর্জাতিক সফর। আজ শনিবার শনিবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।

২০০৪ সালের ২০ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে হারারাতে ওয়ানডে ম্যাচ দিয়ে মাত্র ১৮ বছর বয়সে চিগাম্বুরার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়। দেশের হয়ে তিনি ২১৪টি ওয়ানডে, ১৪টি টেস্ট এবং ৫৪টি টি-টোয়েন্টি খেলেছেন। বর্তমানে রাওয়াপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজ খেলছেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার। চলমান পাকিস্তান সিরিজ বাদে তিনি দেশের হয়ে ২৮১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যেখানে ৫৭৬১ রান করার পাশাপাশি নিয়েছেন ১৩৮ উইকেট।

গত ১৬ বছর ধরে জিম্বাবুয়ের অনেক লড়াইয়ের সাক্ষী চিগাম্বুরা। ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৬ সালের জানুয়ারি পযর্ন্ত দেশটির সীমিতি ওভারের অধিনায়ক ছিলেন। সব আন্তর্জাতিক ফরম্যাট মিলিয়ে তার সেঞ্চুরির সংখ্যা ২টি এবং ফিফটি করেছেন ২৬টি। চিগাম্বুরা নিজের সেরা সময়ে বিখ্যাত ছিলেন বিস্ফোরক ফিনিশার হিসেবে। বারবার চোটে পড়া এবং দলে নতুনদের সুযোগ করে দিতে তিনি ক্যারিয়ারের ইতি টানার এই সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English