সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

বিশ্বে করোনা শনাক্ত ৫ কোটি ৭ লাখ ছাড়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ২৬ জন নিউজটি পড়েছেন

বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫ কোটি ৭ লাখ ছাড়িয়ে গেছে।

পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য বলছে, আজ সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫ কোটি ৭ লাখ ৩৮ হাজার ৯৩।

ওয়ার্ল্ডোমিটার শুরু থেকেই বিশ্বের বিভিন্ন দেশের করোনাবিষয়ক হালনাগাদ তথ্য দিয়ে আসছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছে ১২ লাখ ৬২ হাজার ১৩২ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৩ কোটি ৫৭ লাখ ৯৫ হাজার ৪৬১।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৮৮ হাজার ৪৮০। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৪৩ হাজার ৭৬৮ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৫ লাখ ৫৩ হাজার ৮৬৪। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৬৫৩ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫৬ লাখ ৬৪ হাজার ১১৫। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ৩৯৭ জন।

তালিকায় ফ্রান্সের অবস্থান চতুর্থ। রাশিয়া পঞ্চম। স্পেন ষষ্ঠ। আর্জেন্টিনা সপ্তম। যুক্তরাজ্য অষ্টম। কলম্বিয়া নবম। মেক্সিকো দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২২তম।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে।

১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯’।

১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বাংলাদেশ পরিস্থিতি
স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল রোববারের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে মোট ৪ লাখ ২০ হাজার ২৩৮ জনের। করোনায় মোট মারা গেছেন ৬ হাজার ৬৭ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৮ হাজার ১৪৫ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত রোগী শনাক্তের তথ্য জানায় সরকার। গতকাল দেশে করোনা সংক্রমণ শনাক্তের অষ্টম মাস পূর্ণ হয়েছে।

বেশ কিছুদিন ধরে সরকার বলে আসছে, আসন্ন শীতে করোনাভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার আশঙ্কা আছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে, তা বলার মতো পরিস্থিতি এখনো হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English