রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

অনলাইনভিত্তিক কোরআন শিক্ষা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৫০ জন নিউজটি পড়েছেন

কোরআন এসেছে বিশ্ব মানবতার হিদায়াতের উদ্দেশ্যে। কোরআন মুসলমানের জীবন-সংবিধান। কোরআন তিলাওয়াত, অর্থ অনুধাবন ও পাঠদান সবই ইবাদত। কিন্তু ধীরে ধীরে কোরআন শেখার সুযোগ সংকুচিত হচ্ছে। পৃথিবীর কোনো দেশ শিশুদের নিয়মিতভাবে মসজিদে গিয়ে কোরআন শেখার সুযোগ করে দেয় না। অনেক দেশে সাধারণ শিক্ষার সঙ্গে কোরআন শেখার সময়ের ভারসাম্য হয় না। আবার অনেকে কোরআন শেখার আগ্রহ থাকা সত্ত্বেও বয়স বেড়ে যাওয়ায় লোকলজ্জায় কোরআন শিখতে পারেন না। এমন সব সমস্যার কারণে এবং প্রযুক্তির কল্যাণে অনলাইনভিত্তিক কোরআন শিক্ষা দিন দিন জনপ্রিয় হচ্ছে।

অসংখ্য ওয়েবসাইট ও অনলাইন একাডেমি কার্যকর পদ্ধতিতে কোরআন শেখানোর উদ্যোগ নিয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে আপনি যা শিখতে চাচ্ছেন, সে সংক্রান্ত ওয়েবসাইট খুঁজে বের করা খুবই সহজ।

অনলাইনে কোরআন শেখার কিছু সুবিধাও আছে। যেমন—অনলাইন শিক্ষকের কারণে আপনার প্রতিদিনের কাজকর্মের রুটিনে কোনো প্রভাব পড়বে না। আবার শেখার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার প্রয়োজনও নেই। সর্বক্ষণ শিক্ষক পাওয়া যায়। সুবিধামতো যেকোনো সময়ে অনলাইনে কোরআন শেখা যায়।

অনলাইনে কোরআন শেখার আরেকটি সুবিধা হলো বহু যোগ্য ও দক্ষ শিক্ষকের কাছ থেকে কোরআন শেখা যায়। কোরআন শেখার জন্য সর্বোত্তম, পেশাগত দিক দিয়ে অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক খুঁজে পাওয়ার ক্ষেত্রে অনলাইনে অনেক সুবিধা পাওয়া যায়। অনেকেই দলবদ্ধভাবে পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করে। আবার কিছু ছাত্রের একাকী পড়তে ভালো লাগে। একক ক্লাসের মাধ্যমে শিক্ষক-ছাত্রের মধ্যকার যোগাযোগ ও বোঝাপড়া বাড়ে।

একক ক্লাসের সবচেয়ে বড় সুবিধা হলো এতে কোরআন শেখায় আরো বেশি মনোযোগ দেওয়া যায়। কোরআনের জ্ঞান অর্জনের সমাধান হিসেবে অনলাইন কোরআন একাডেমির সংখ্যা খুব দ্রুত বাড়ছে।

অনলাইনে শেখার সুবিধা হলো, আরামে বসে পড়াশোনার জন্য বাড়ির চেয়ে উপযুক্ত পরিবেশ আর হতে পারে না। অথবা আপনি যখন কাজে আছেন বা কফি শপে, তখনো আপনি ইচ্ছামতো পড়তে পারবেন। কোরআন শিক্ষার প্রথাগত পদ্ধতির চেয়ে এটি বেশি সুবিধাজনক।

আপনাকে ড্রাইভ করে দূরে কোথাও যেতে হচ্ছে না, যাতে আপনার পরিবার দুশ্চিন্তায় থাকে। অনলাইনে কোরআন শিক্ষা আপনাকে অনেক সুবিধা দিচ্ছে। এ জন্যই অনেক মানুষ অনলাইনে শেখার জন্য উদ্বুদ্ধ হচ্ছে।

অনলাইনে কোরআন শেখার সুযোগটি মূলত আন্তর্জাতিক। আজকাল ইন্টারনেটে পড়াশোনা কোনো ব্যাপারই নয়। বর্তমান বিশ্বে এমন নজিরও আছে যে এই ইন্টারনেটকেন্দ্রিক স্কুলগুলো কোরআন তিলাওয়াত থেকে শুরু করে কোরআনের হিফজ পর্যন্ত অনলাইনে পরিচালনা করে!

তারা ইসলামের মৌলিক বিষয়াদি শেখানোর মাধ্যমে সব সময় ইসলামের সংস্পর্শে থাকতে উদ্বুদ্ধ করে। পশ্চিমা সমাজে শিশুদের ইসলাম শেখানোর জন্য এ ধরনের একাডেমি আশীর্বাদের চেয়েও বেশি!

সবচেয়ে বড় কথা হলো, বর্তমান শিক্ষাব্যবস্থায় মা-বাবা সব সময়ই তাঁদের সন্তানদের ব্যাপারে উদ্বিগ্ন থাকেন। কেননা সন্তানদের সঙ্গে সারাক্ষণ থাকার সুযোগ তাঁদের নেই। এতে তাঁদের জীবন ও চরিত্র ঝুঁকির মধ্যে পড়তে পারে। এ ক্ষেত্রে মা-বাবা ও সন্তান—সবার জন্যই অনলাইন কোরআন ক্লাস ঝামেলামুক্ত। এসব কারণে অনলাইন শিক্ষা উত্তম ও নিরাপদ ব্যবস্থা। ফলে গোটা বিশ্বে ধীরে ধীরে অনলাইনভিত্তিক কোরআন শিক্ষার পরিধি বাড়ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English