মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

রাজধানীর ৬৯ স্থাপনায় এডিসের লার্ভা, ১৩ ভবন মালিককে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৬৪ জন নিউজটি পড়েছেন

হাসপাতালে প্রায় প্রতিদিনই আসছে নতুন ডেঙ্গু রোগী। রোগটির বাহক সম্পর্কে সচেতন করা হলেও সবাই মানছেন না। অব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে জন্ম নিচ্ছে এডিস মশা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযানে মঙ্গলবারও ৬৯টি স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া গেছে।

চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির চিরুনি অভিযান অব্যাহত। মঙ্গলবার অষ্টম দিনের মতো অভিযানে রাজধানীর ৬৯টি স্থাপনায় এডিস মশার লার্ভা পেয়ে জরিমানা করেছে সংস্থাটি।

এডিস মশার লার্ভা ও মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়ার দায়ে ১৩ ভবন মালিককে দুই লাখ ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।

ডিএনসিসি জানায়, মঙ্গলবারের অভিযানে ডিএনসিসির পরিদর্শক দলের সদস্যরা ৫৪টি ওয়ার্ডের ১৩ হাজার ৬৪০টি স্থাপনা পরিদর্শন করেছেন। এরমধ্যে ৬৯টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়। আট হাজার ৭৩৫টি স্থাপনায় ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি পাওয়া যায়। যা ছিল এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ।

ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা সেসব ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি অপসারণ করে সেখানে মশার কীটনাশক ছিটিয়ে দিয়েছেন।

স্বাস্থ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত রাজধানীসহ সারাদেশের হাসপাতালে ৭৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬৫ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English