করোনার কারণে ইউরোপীয় ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা উয়েফা ইউরো-২০২০ এবার আর হয়নি।
আয়োজনটি এক বছর পিছিয়ে আগামী বছরের জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয় উয়েফা কর্তৃপক্ষ।
ইউরোপের ১২ দেশের ১২টি শহরে হবে প্রতিযোগিতাটির ষোড়শ আসর। ছয় গ্রুপের প্রতিটিতে চারটি করে দল খেলবে।
শুক্রবার উয়েফার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে কে কোন গ্রুপে পড়েছে এবং ম্যাচগুলোর সময়সূচি।
উয়েফা নেশনস লিগে নিজ নিজ গ্রুপের প্লে-অফে জিতে মূল পর্বে উঠেছে হাঙ্গেরি, স্লোভাকিয়া, স্কটল্যান্ড ও নর্থ মেসিডোনিয়া।
ইউরোপের অন্যতম দল ইতালি এবার পড়েছে ‘এ’ গ্রুপে। তুরস্ক, ওয়েলস ও সুইজারল্যান্ডকে পাচ্ছে তারা।
গ্রুপ অব ডেথ ‘এফ’ গ্রুপে পড়েছে হাঙ্গেরি, বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল, বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও চারবারের চ্যাম্পিয়ন জার্মানি।
বি গ্রুপে আছে ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম ও রাশিয়া। গ্রুপ সি’তে আছে ইউক্রেন, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও নর্থ মেসিডোনিয়া।
এক নজরে ইউরো ২০২০-এর গ্রুপ
গ্রুপ এ: তুরস্ক, ইতালি, ওয়েলস, সুইজারল্যান্ড
গ্রুপ বি: ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া
গ্রুপ সি: নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া, নর্থ মেসিডোনিয়া
গ্রুপ ডি: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড, চেক রিপাবলিক
গ্রুপ ই: স্পেন, সুইডেন, পোল্যান্ড, স্লোভাকিয়া
গ্রুপ এফ: হাঙ্গেরি, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি
ম্যাচগুলোর সময়সূচি জানতে নিচের লিংকে ক্লিক করুন-
https://www.uefa.com/uefaeuro-2020/news/0254-0d41684d1216-06773df7faed-1000–euro-2020-fixtures/