২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে থাকবেন দেশটির সাবেক অধিনায়ক ইউনিস খান। এক বিবৃতিতে এ খবর জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত গ্রীষ্মে ইংল্যান্ড সফরে পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব পান ইউনিস। এবার তাকে আরও ২ বছরের জন্য রেখে দিল পিসিবি।
পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘শুধু জাতীয় দল নয়, যখন আন্তর্জাতিক সূচি থাকবে না, তখন স্থানীয় ব্যাটসম্যানদের সাথে কাজ করবেন ইউনিস। তার অভিজ্ঞতা কাজে লাগাতে পিসিবি বদ্ধপরিকর।’
জাতীয় দলের ব্যাটিং কোচের মেয়াদ বাড়ায় খুশি ইউনিস, ‘পাকিস্তান ক্রিকেট দলের দীর্ঘ মেয়াদের পরিকল্পনার অংশ হতে পেরে আমি আনন্দিত। এমন দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করেছি এবং সেই সময়টা উপভোগ করেছি। এখন নিউজিল্যান্ড সফরে দলের সাথে কাজ করতে মুখিয়ে আছি।’
বর্ণাঢ্য ক্যারিয়ারে ১১৮ টেস্টে ৩৪টি সেঞ্চুরি ও ৩৩টি হাফ-সেঞ্চুরিতে ১০,০৯৯ রান করেছেন ৪২ বছর বয়সী ইউনিস। পাকিস্তানের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে করেছেন ১০ হাজার রান। ২৬৫ ওয়ানডেতে ৭টি সেঞ্চুরি ও ৪৮টি হাফ-সেঞ্চুরিতে ৭২৪৯ ও ২৫ টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ৪৪২ রান।