সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

১ হাজার একটি মোমবাতি জ্বালিয়ে হুমায়ূনকে স্মরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

আজ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন। এ উপলক্ষে দিনটি নুহাশপল্লীতে নানা আয়োজনের মধ্য দিযে পালিত হচ্ছে। এ আয়োজনের মধ্যে রয়েছে মোমবাতি প্রজ্বলন, কবর জিয়ারত, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে লেখককে স্মরণ।

গাজীপুরের নন্দনকানন নুহাশপল্লীতে লেখকের সমাধিতে তাকে স্মরণ করে ১ হাজার ১টি মোমবাতি প্রজ্বলন করা হয়। সকালে লেখকের পরিবার, নুহাশপল্লীর স্টাফ, ভক্ত পাঠক ও শুভানুধ্যায়ীরা লেখকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। কেক কাটা হয়‌ লেখকের ম্যুরালের সামনে।

শুক্রবার এসব আয়োজনে নুহাশপল্লীতে উপস্থিত হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও তাদের কনিষ্ঠ দুই পুত্র নিষাদ ও নিনিত। আরও ছিলেননুহাশপল্লীর স্টাফ, ভক্ত, পাঠক ও শুভানুধ্যায়ীরা।

এ সময় লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, ‘ হুমায়ূন আহমেদ শুধু জন্মদিন আর মৃত্যু দিনের নয়। হুমায়ূন আমাদের সবসময়ের। ভালো লাগছে নতুন প্রজন্ম বিশেষকরে এই পেন্ডামিককালে হুমায়ূন আহমেদের লেখা পাঠ করছেন এবং তার লেখার ভেতরকার রস, বোধ ও মানবিকতার সাথে পরিচিত হচ্ছেন।’

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English