সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

ইয়াবার মামলায় জামিন হয় কিন্তু খালেদা জিয়া-আবুল আসাদের জামিন হয় না

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৩০ জন নিউজটি পড়েছেন

ইয়াবার মামলায় জামিন হয় কিন্তু খালেদা জিয়া ও সম্পাদক আবুল আসাদের জামিন হয় না। এর চাইতে দুঃখজনক এবং লজ্জাজনক আর কিছু হতে পারে না বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী।

বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেন, এই যে খালেদা জিয়ার সাথে যে অন্যায় হচ্ছে, সেটা বিএনপি কিভাবে সয়ে যাচ্ছে বুঝতে পারি না। বিএনপিও আন্দোলন করে না, আমরাও করি না।

তিনি আরো বলেন, যেখানে ইয়াবার মামলায় সবাই জামিন পেয়ে যায়, খালেদা জিয়ার জামিন হয় না, সম্পাদক আবুল আসাদের জামিন হয় না, এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না।

প্রবীণ এই মুক্তিযোদ্ধা বলেন, আরো একটি দুঃখজনক ঘটনা ইদানীং লক্ষ্য করছি। সেটা হলো সংখ্যালঘুর উপর নির্যাতন, তাদের বাড়িঘরে হামলা। একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে এর চাইতে খারাপ এবং দূর্ভাগ্যজনক কিছু হতে পারে না। কয়েকজন সংখ্যালঘু নেতা একটা ভয়ানক অভিযোগ এনেছেন। তারা মনে করেছেন কয়েকজন আলেম এর মদদ যোগাচ্ছে। অতএব এটা সরকারের দায়িত্ব আলেমদের নামে এধরনের অপবাদ দেয়াটা মোটেও ভালো দিক না।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে আপনারা অনেকে বলেছেন বাংলাদেশের গণতন্ত্র কবরে শায়িত। এখন আমরা অপেক্ষায় আছি আল্লাহু আকবার বলে মাটিচাপা দিবো না হরিবোল বলে আগুনে পোড়াবো। তাই এটাকে মাটি থেকে উঠাতে হলে, গণতন্ত্রকে বাঁচাতে হলে একটা মাত্র পথ আছে। আমাদের সকলকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রোকন, মহাসচিব এম আব্দুল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, সাবেক সভাপতি কবি আবদুল হাই শিকদার, ডিইউজে সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন প্রমুখ।

বক্তারা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীর ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের তীব্র নিন্দা জানান এবং গাজীসহ গ্রেফতার সব সাংবাদিকের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English