সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

সরকার কৃষিতে সাড়ে নয় হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো: সায়েদুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। সরকার বীজ, সার ও সেচের জন্য সাড়ে নয় হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। কৃষকের জন্য এসব অর্ধেক দামে সরবরাহ করছে বিএডিসি।

শুক্রবার বিএডিসি কুমিল্লার বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন, প্রকল্প দফতর, সেমিনার হল উদ্বোধন এবং ডাগওয়েল স্থাপন ও সৌরশক্তি চালিত পাম্পিং স্টেশনের মাধ্যমে পানি বিতরণ ব্যবস্থা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে কুমিল্লা অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২, অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার। স্বাগত বক্তব্য দেন বিএডিসি কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান।

সভায় আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English