সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

ভারতে করোনা শনাক্ত ৮৮ লাখ ছাড়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৩৬ জন নিউজটি পড়েছেন

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৮৮ লাখ। আজ রোববার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির সরকারি তথ্যমতে, ভারতে করোনা শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ লাখ ১৪ হাজার ৫৭৯।দেশটিতে করোনায় মোট মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৬৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে শনাক্ত হয়েছেন ৪১ হাজার ১০০ জন রোগী। একই সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন ৪৪৭ জন।

দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮২ লাখ ৫ হাজার ৭২৮ জন। এ মুহূর্তে দেশটিতে চিকিৎসাধীন ৪ লাখ ৭৯ হাজার ২১৬ জন।

পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।

এনডিটিভি জানায়, ভারতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত ১৭ লাখ মানুষ সংক্রমিত হয়েছেন।

কেরালায় আক্রান্তের মোট সংখ্যা ৫ লাখ ২০ হাজার পেরিয়েছে। পশ্চিমবঙ্গে এই সংখ্যা সাড়ে চার লাখের মতো।

একটা সময় ভারতে দৈনিক ৯০ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হচ্ছিলেন। এখন তা কমে এসেছে।

করোনা নিয়ে আজ জরুরি বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের যোগ দেওয়ার কথা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English