মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

২৩১৭ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করলো আর্মেনিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

আজারবাইজানের সাথে নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে ছয় সপ্তাহের যুদ্ধে ২ হাজারের বেশী আর্মেনিয় সৈন্য মারা গেছে। শনিবার আর্মেনিয়া এ কথা জানায়।

আর্মেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আলিনা নিকোগোসান তার ফেসবুকে লিখেছেন,‘অজ্ঞাত একজনসহ আমাদের ফরেনসিক সার্ভিস এ পর্যন্ত ২ হাজার ৩১৭ জন সৈন্যের লাশ পরীক্ষা করেছে।’

নিহত আর্মেনিয় সৈন্যদের সর্বশেষ যে মৃতের সংখ্যা হিসাব করা হয়েছিল সেই তুলনায় এই সংখ্যা প্রায় ১ হাজার বেশী। প্রায় দুই মাস ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশ দু’ইটির মধ্যে চলতি সপ্তাহে রাশিয়ার মধ্যস্ততায় শান্তি চুক্তি সম্পাদনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, এই যুদ্ধে মৃতের সংখ্যা ৪ হাজারের বেশী এবং আহতদের সংখ্যা প্রায় ৮ হাজার। এতে অন্তত ১৪৩ জন বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।

পুতিন বলেন, তীব্র লড়াইয়ে হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে, পাশাপাশি বেসামরিক অবকাঠামো এবং সাংস্কৃতিক সাইট ধ্বংস হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English