রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে পুলিশের এএসপি আনিসুল করিম হত্যা মামলায় হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুনকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রবিবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর হাকিমের আদালতে আসামিকে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তা বলেন, ফাতেমা খাতুনকে গ্রেপ্তারের পর ১২ নভেম্বর আদাবর থানায় আনা হয়। আগে থেকে তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন তিনি। থানা হেফাজতে থাকাকালীন ১৩ নভেম্বর ১২টা ১০ মিনিটের দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন তিনি।
উল্লেখ্য, গত সোমবার (৯ নভেম্বর) দুপুরে আনিসুল করিমকে মানসিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তির জন্য নিয়ে আসা হয়। এর ১৫ মিনিটের মধ্যেই তিনি মারা যান বলে হাসপাতাল থেকে জানানো হয়। পরে হাসপাতালের অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট রুমে তাকে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে।
এদিকে অচেতন অবস্থায় আনিসুলকে পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু (ব্রট ডেথ) হয় শিপনের।
এ ঘটনায় আদাবর থানায় আনিসুল করিম শিপনের বাবা বাদী হয়ে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়।
হাসপাতালটির সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকালে আনিসুল করিম শিপন হাসপাতালে ঢোকার পরই ছয়-সাতজন তাকে টেনাহিঁচড়ে একটি কক্ষে নিয়ে যান। সেখানে তাকে মাটিতে ফেলে চেপে ধরেন। এ সময় মাথার দিকে থাকা দুজন হাতের কনুই দিয়ে তাকে আঘাত করছিলেন। হাসপাতালের ব্যবস্থাপক আরিফ মাহমুদ তখন পাশে দাঁড়িয়েছিলেন। একটি নীল কাপড়ের টুকরা দিয়ে শিপনের হাত পেছনে বাঁধা হয়। ৪ মিনিট পর তাকে যখন উপুড় করা হয়, তখনই ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েন শিপন।